এবার ফ্রি তে দেখুন বাংলাদেশ বনাম ভারতের খেলা আপনার টেলিটক ৩জি সিম দিয়ে

       টেলিটক ফ্রি টিভি!

আসস্লামুআলাইকুম, সবাই কেমন আছেন?
কিছু দিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের খেলা।
আশা করি আমার মত আপ্নারা ও ভারতের বাশ দেউয়া কে সরাসরি উপভোগ করতে চান।
কিন্তু সবাই তো আর টিভি এর সাম্নে বসে থাকতে পারবে না বা সুযোগ হবে না।
তাই আপ্নাদের জন্যে নিয়া আসলাম টেলিটক ফ্রী টিভি।
টেলিটক এ জিপি এর মত বার বার টোকেন এক্সপায়ার হয় না, এটাই সুবিধা।
এবার কাজের কথাই আসি।
প্রথমে নিচের লিংক থেকে সফটওয়ার টা ডাউনলোড করে নেন

Click Here To Download
তারপর ইন্সটল করে টেলিটক ডাটা কানেকশন অন করে বিটিভি অথবা জিটিভি তে ক্লিক করুন।
ভয় নেই টাকা বা এম্বি কাটবে না।
তবে এক্টা কথা আমরা সবাই জানি এন্ড্রয়েড বিভিন্ন এ্যপ্স ব্যাকগ্রাউন্ড এ ডাটা কাটতে থাকে এবং টেলিটক ব্যালেন্স এ ২ টাকার নিচে থাকলে ডাটা কানেকশন অন থাকে না তাই যেকোনো ছোট ডাটা প্যাক কিনে চালালে ভালো হয়।
সেস কথা আপনারা গুগোল, ইয়াহু সহ সব সার্চ ইঞ্জিনে খুজে দেখতে পারেন (৬-৬-১৫) এর আগে কোথাউ টেলিটক ফ্রি টিভি এর টিউন পাবেন না। তাই কেউ এটা এডিট করে নিজের নামে চালাবেন না।
যে চ্যানেল লিস্ট টা আছে সব গুলো চালাতে পারি আমি। তবে কিছু মানুষ আছে এডিট করেই নিজের নামে চালানো শুরু করবে তাই আমি এখানে শুধুমাত্র ২ টা চ্যানেল ঠিক রেখেছি বাকি গুলো ইরর করে রেখেছি।
ধন্যবাদ সবাইকে।
 ★★★★★ Join our FB Groups ★★★★★